
আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করছে শ্রীপুর পৌর বিএনপি। রবিবার বিকেল ৪টায় পৌর বিএনপির আয়োজনে মাওনা চৌরাস্তা অবদা মোড় এলাকায় নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থেকে। পরে বেলা সাড়ে চারটায় র্যালি শুরু হয়। বিভিন্ন ফেস্টুন ও ব্যানার নিয়ে র্যালিতে অংশ নেন নেতাকর্মীরা। র্যালিটি মাওনা অবদা মোড় থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা প্রদক্ষিণ করে উড়াল সড়কের নিচে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। পৌর বিএনপির সভাপতি হুমায়ূন কবির সরকারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যপারী’র সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ন আহ্বায়ক এবং গাজীপুর-৩ আসনের ধানেরশীষে মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তাছাড়াও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যপারী, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোছলেম উদ্দিন মৃধা,পৌর বিএনপির আহ্বায়ক সদস্য শাহজাহান সজল বিল্লাল হোসেন, রেজাউল করিম খোকন,সাইফুল হক মোল্লা, টিপু সুলতান,খোকন প্রধান, সহ পৌর বিএনপির নেতাকর্মীরা।