শামীম আল মামুন স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাপীট এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১। পরে তাদেরকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়।
শুক্রবার (৩১ মে) সকালের দিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে, বৃহস্পতিবার দুপুরের দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাষ্টারবাড়ী (গিলারাচালা) কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয় বলে জানান র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মাহফুজুর রহমান।
আটককৃতরা হলো দিনাজপুরের বিরল উপজেলার মোখলেছপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ফারুক হোসেন (৫৫), সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরাতৈল গ্রামের মৃত আছের আলীর ছেলে আলা উদ্দিন (৪৪) এবং নড়াইলের লোহাগড়া উপজেলার চাপুলিয়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে রুবেল হোসেন (৩৪)। এ সময় তাদের কাছ থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে প্রতারণার কাজে ব্যবহৃত দুইটি গোয়েন্দা (ডিবি) পুলিশের জ্যাকেট, একটি খেলনা ওয়াকিটকি সেট, ওয়াকিটকি রাখার জন্য একটি মোবাইল কেস, একটি নোটবুক, তিনটি মোবাইল সেট, একটি ড্রাইভিং লাইসেন্সসহ নগদ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) মাহফুজুর রহমান জানান,’ গোপন সংবাদে জানা যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাষ্টারবাড়ী (গিলারাচালা) কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সংঘবদ্ধ প্রতারক চক্রের কতিপয় সক্রিয় সদস্য অবস্থান করছে। তারা গোয়েন্দা (ডিবি) পুলিশের জ্যাকেট পড়ে ও ডিবি পুলিশের ছদ্মবেশ ধারন করে স্থানীয়দের নিকট থেকে পূর্বে পুলিশী ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা আদায় করতেছে। এমন খবরে র্যাব সদস্যরা ওই স্থানে অভিযান চালিয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়দানকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের দলনেতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন,’ ভুয়া পরিচয়দানকরী গোয়েন্দা (ডিবি) পুলিশদের ৩জনকে থানায় হস্তান্তর করেছেন র্যাব সদস্যরা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই মামলায় তাদের আদালতে পাঠানোর হবে।’