রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু 

আলমগীর হোসেন সাগর গাজীপুর জেলা প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু 

আলমগীর হোসেন সাগর
গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাবেক সেনা সদস্য মোশাররফ হোসেন সরকার (৪৮) নামে এক জনের মৃত্যু হয়েছে।
শনিবার(২১অক্টোবর)দিবাগত রাতে ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোশাররফ হোসেন গাজীপুর সদর উপজেলার পিরুজআলী  ইউনিয়নের পিরুজআলী গ্রামের মৃত শহিদ সরকারের ছেলে।তিনি মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির সভাপতি ছিলেন।
জানাযায়, গত ১৪ অক্টোবর তিনি অসুস্থতা বোধ করলে স্থানীয় আলহেরা হাসপাতালে চিকিৎসা নেন।এখানে পরিক্ষা নিরিক্ষার পর তার ডেঙ্গু ধরাপড়ে।চারদিন চিকিৎসা নেয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে গত ১৮ অক্টোবর ঢাকা এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। শনিবার দিবাগত রাতে তিনি মৃত্যুবরণ করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রণয় ভুষন দাস জানান, গত ২১ জুলাই থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে মোট ৮১৫৮ জন ডেঙ্গু পরীক্ষা করিয়েছে। এরমধ্যে ৫৬৯ জন ডেঙ্গু ধরা পড়েছে। এরমধ্যে ৭৪ জন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ৪ অক্টোর শ্রীপুর উপজেলার এক নারী ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991