গাজীপুরের শ্রীপুরের কায়েত পাড়ায় ড্রাম ট্রাক অটোরিক্সার সংঘর্ষে হানিফ মৃধা (৫০) নামক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে এগারটার দিকে শ্রীপুর বরমী সড়কের কায়েত পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত হানিফ মৃধা উপজেলার বরমী গ্রামের মৃত নবী মৃধার ছেলে।তিনি বরমী বাজারের কেন্দুয়া এলাকায় ফলের ব্যবসা করতেন। শ্রীপুর থানা পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূইয় বিষয়টি নিশ্চিত করেন।
জানাযায়, হানিফ মৃধা দোকানের জন্য মাওনা থেকে আম কিনে অটোরিক্সা যোগে বরমী বাজারের দিকে যাচ্ছিলেন। কায়েত পাড়া এলাকায় বিপরিত দিক থেকে আসা বালু ভর্তি ড্রামট্রাকটি অটু রিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।স্থানীয় জনতা ড্রামট্রাকটিকে আটক করেছে।
পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, জনতার হাতে আটক ড্রামট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যপারে আইনগতব্যবস্থা নেয়া হবে।