গাজীপুর জেলা ব্যুরোঃ
উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মেডিকেল মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
শুক্রবার (১৮ মার্চ) রাত পৌনে আটটার দিকে উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মেডিকেল মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শবেবরাতের নামাজ পড়তে যাচ্ছিলো ছাত্রলীগ কর্মী শিহাব(২৩)। পথেই সংঘবদ্ধ
দুর্বৃত্তরা কাছ থেকে শিহাবকে একাধিক গুলি করে। একটি গুলি বুকের বাম পাশে বিদ্ধ হয়ে পেছন দিকে বের হয়ে পিঠের চামরায় আটকে যায়।স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
গুলি বিদ্ধ শিহাব শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে। সে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই সালাহউদ্দিন রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত পৌনে আটটারদিকে বন্ধুদের নিয়ে শবে9-বরাতের নামাজ পড়তে বাড়ির অদূরে মসজিদে যাচ্ছিলো শিহাব। এসময় ৪/৫টি মোটর সাইকেল যোগে আসা ৮/১০জন সন্ত্রাসী প্রকৃতির যুবক তার গতিরোধ করে । খুব কাছথেকে তাকে একাধিক গুলি করে। একটি গুলি তার বুকের বামপাশে বিদ্ধ হয়ে বুকের পাঁজর বেধ করে পেছন দিকে পিঠের চামড়ায় আটকে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে তাৎক্ষনিক ভাবে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিহাবের বাবা নজরুল ইসলাম জানান, শিহাব কয়েকজন হামলা কারীকে চিনতে পেড়েছে। তাদের নামও বলেছে। স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা এর আগে একাধিক বার আমাদের বাড়িতে হামলার ঘটনা ঘটিয়েছে। পূর্বশত্রুতার জের ধরেই হামলা কারীরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান,খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরির্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইন গত ব্যবস্থা নেয়া হবে।