আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : গাজীপুরের শ্রীপুরে পুরুষের পাশাপাশি মাঠে ময়দানে কাজ করছে নারীরা। শুধু ঘরের কাজে বন্দি থাকছে না নারীরা, স্থানীয় কৃষকদের কাজ থেকে চুক্তি নিয়ে ধান রোপণের কঠিন কাজ করছেন নারীরা। পুরুষের পাশাপাশি অর্থনীতিভাবে তাদের পরিবার স্বাবলম্বী করতে কঠিন কাজ করছেন বলে জানিয়েছেন নিম্ন আয়ের দিনমজুর নারীরা। কাজে পুরুষরা সহযোগিতা করছেন বলে জানিয়েছেন। হতদরিদ্র নিম্ন আয়ের নারীরা পুরুষের পাশাপাশি মাঠে ময়দানে কাজ করছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার
তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া টেংরা
গ্রামে কনকনে শীতের সকালে বোরোধান
রোপণ করছেন একদল নারী। নারীর
পাশাপাশি রয়েছে কয়েকজন পুরুষও।
তবে পুরুষের তুলনায় কোনো অংশে কাজে
পিছিয়ে নেই নারীরা। এছাড়াও কয়েকটি
গ্রুপে বিভক্ত হয়ে ধান রোপণের কাজ
করছে নারীরা। পুরুষের সমান কাজ
করলেও নারীরা একটু কম মজুরি পান বলে
জানিয়েছেন কয়েকজন নারী।
সাইটালিয়া গ্রামের কৃষক জাকির হোসেনের খেতে ধান রোপণের কাজ করছেন মালা বর্মন। কথা হয় তার সাথে তিনি জানান, স্বামীর পাশাপাশি নিজেও কঠিন কাজ করছি। প্রথম প্রথম কঠিন মনে হলেও, এখন মনে হয় না। নিজের সংসারের একটি আয় রোজগার বাড়ানোর জন্য একাজ করছি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বর্না বলেন, পুরুষের পাশাপাশি নারীরা কাঁদে কাদ মিলিয়ে কাজ করছে নিসন্দেহে এটি একটি ভালো কাজ। আমরা এই কাজকে উৎসাহিত করবো। তিনি আরও জানান, উপজেলায় এবছর বোরোধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৬০০শ ৬০ হেক্টর।