গাজীপুরের শ্রীপুরে নাজিম মোল্লা (২০) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই হাবিবুর রহমান উকিল বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধা ছয়টারদিকে উপজেলার কেওয়া পূর্বখন্ড গ্রামের কাজিমউদ্দিনের বাড়িথেক ওই মরদেহ দ্ধার করা হয়। নিহত নাজিম মোল্লা গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার বেথুরী গ্রামের পান্নু মোল্লার ছেলে। সে স্থানীয় ফখরুদ্দিন টেক্সটাইল নামক কারখানায় কোয়ালিটি সুপারভাইজার পদে চাকুরি করতো।
জানাযায়, নাজিম গত বছর এইচ এস সি পাশকরে। উচ্চশিক্ষার ইচ্ছা ছিল তার। দরিদ্র বাবা তাকে পড়াতে রাজি হননি। পড়তে না দেয়ায় বাবার সাথে মনোমালিন্য হয় তার।অভিমান করে বাড়ি ছাড়ে নাজিম। বাবার সাথে অভিমান করেই সে আত্মহত্যা করেছে এমনটি দাবী করেন স্থানীয়রা।
নিহতে পাশের কক্ষের ভাড়াটিয়া আবু সাইদ জানান, দু’মাস আগে নাজিম ওই কক্ষ ভাড়া নিয়ে একা থাকতো। কোয়ালিটি সুপারভাইজারের চাকুরি করতো স্থানীয় ফখরুদ্দিন টেক্সটাইলে। চাকুরির ফাঁকে ছোট বাচ্চাদের প্রাইভেট পড়াতো সে। মেধাবী নাজিমের পড়ালেখার প্রতি আগ্রহ ছিলো বেশ। শুক্রবার জুমার নামাজের আগে কথা হয়ে ছিল তার সাথে। ওই সময় নাজিম মোবাইল হাতে কি যেন করছিলো। তিনি আরো বলেন জুমার নামাজ শেষে বাসায় ফিরে নাজিমের কক্ষের দরজা ভেতর থকে বন্ধ দেখতে পান। ডাকা ডাকি করেও কোন সাড়া পাননি। একপর্যায়ে কক্ষের সিলিংয়ের নিচদিয়ে দেখতে পান নাজিমের মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলে আছে। তাৎক্ষনিক তিনি বাড়ির মালিকে খবর দেন।
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক ওসি মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে।।স্বজনদের আবেদনেন প্রেক্ষিতে পরর্বতি ব্যবস্থা নেয়া হবে।