বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমগীর হোসেন সাগর 
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২১০ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে সাড়ে তিনলাখ টাকা মূল্যের ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। এ ঘটনায় মঙ্গলবার রাতে শ্রীপুর থানায় মামলা হয়েছে।

মামলায় অভিযুক্তরা হলো উপজেলার টেপিরবাড়ি গ্রামের মোঃ আফছার উদ্দিনের ছেলে মোঃ রাসেল মিয়া (৩০) লালমনির হাট জেলার আদিতমারী এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মোঃ সোহেল মিয়া(২৩) একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোঃ সেলিম হোসেন।

শ্রীপুর থনার পরিদর্শক মুহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন,র‌্যাব-১২ মঙ্গলবার রাতে ৩’শ ৩৪ বোতল ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে থানায় সোপর্দ করেছে। উদ্ধার হওয়া ফেন্সিডিলের মূল্য প্রায় সাড়েতিন লাখ টাকা। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হেয়ছে।

মামলা সূত্রে জানাযায়,র‌্যাব-১২’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় উপজেলার টেপিরবাড়ি গ্রামে মাদক বিক্রি হচ্ছে। মঙ্গলবার দুপুর বারোটারদিকে র‌্যাব ওই গ্রামের রাসেল মিয়ার বাড়ির দক্ষিন পাশে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টেরপেয়ে কতিপয় ব্যক্তি দৌড়ে পালাতে থাকে।

এসময় র‌্যাব সদস্যরা পিছু ধাওয়া করে ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। তাদের নিকট থেকে উদ্ধার করা হয় প্রায় সাড়ে তিনলাখ টাকা মূল্যের ৩’শ ৩৪ বোতল ফেন্সিডিল। নগত ৬’শ টাকা । র‌্যাবের প্রাথমিক জিঞ্জাসা বাদে গ্রেফতার কৃতরা শিকার করেছে তারা জেলার বিভিন্ন স্থানে মোবাইলফোনের মাধ্যমে যোগাযোগ করে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991