গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে বিশিষ্ট সমাজসেবক প্রয়াত সামসুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গরীব অসহায় ও দুস্থ্যরোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুন) দিনব্যাপী সামছুল হক বিএসসি কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে উপজেলার মাওনা উত্তরপাড়া সরকার বাড়ি এলাকায় নাক-কান-গলা, গাইনী, চক্ষু, মেডিসিন, অর্থোপেডিকসহ বিভিন্ন বিষয়ে প্রায় তিন হাজার রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
চিকিৎসা দিতে বিভিন্ন হাসপাতালের ১২ জন ডাক্তার নিয়োজিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন ডা: আবুল হোসাইন, ডা: হুমায়ুন কবীর খান, সামছুল হক বিএসসি কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম সুমন, আবুল বাশার, জান্নাতুল নাঈম ইমন প্রমুখ।