আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : গাজীপুরের শ্রীপুরে একটি বাগানের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একটি ব্যাগের ভেতর ঢোকানো ছিল মরদেহটি। গতকাল রোববার বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক সোহেল আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় বেলাল ফকিরের আকাশমণি বাগানে একটি পরিত্যক্ত ব্যাগ পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা ব্যাগের ভেতরে এক নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক সোহেল আল মামুন বলেন, দুপুরে লোকজন বাগানে পরিত্যক্ত একটি ব্যাগে মরদেহের মতো কিছু দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ব্যাগ খুলে নবজাতকের মরদেহ দেখতে পায়। মরদেহটি গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরিপক্ব অবস্থায় প্রসব করেছে নাকি অন্য কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।