গাজীপুরের শ্রীপুরে বাসচাপায় শামসুল আলম (80) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শামসুল আলম উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ধনুয়া গ্রামে শ্বশুরবাড়িতে থেকে নয়নপুর বাজারে রঙের একটি দোকান পরিচালনা করতেন।
নিহতের স্বজন আবু নাসির বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে নয়নপুর বাজার থেকে মাওনা যাচ্ছিলেন শামসুল আলম। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রঙিলা বাজার এলাকায় যাত্রীবাহী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শামসুল।
এ বিষয়ে জানতে চাইলে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি। পালিয়ে গেছেন বাসের চালকও। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তে ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।