আলমগীর হোসেন সাগর গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে এক ভাঙ্গারী দোকানের গুদাম ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। এই অগ্নিকাণ্ডে ওই গুদামে থাকা প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গিয়েছে বলে দাবি দোকানের শ্রমিক।তবে আগুনের সুত্রপাত জানা যায়নি।
সোমবার দুপুর দেড়টায় উপজেলার মাওনা ইউনিয়নে সলিং-বারতোপা মোড়ে বোরহানের মালিকানাধীন ভাঙ্গারীর দোকানে ওই অগ্নিকাণ্ড হয়।
দোকানের শ্রমিক হাফিজুল(২৮)বলেন, দীর্ঘ দিন ধরে বারতোপা- সলিং মোড়ে দোকান ঘর ভারা নিয়ে ভাঙ্গারীর ব্যবসা করে আসছিলেন।সোমবার দুপুরে জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে আসার সময় তার দোকানের গুদাম ঘরে আগুন দেখতে পান। এসময় স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে।
খবর পেয়ে শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে টিন সেডের গুদাম ঘর এবং গুদামে থাকা ভাঙ্গারীর বিভিন্ন মালামাল পুরে ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন শ্রমিক। তিনি বলেন, আগামীকাল ৫ লক্ষ টাকা মালমাল ডেলিভারির কথা ছিল।এমনকি এক লক্ষ টাকা অগ্রিম নেওয়া ছিল। দোকানে বিদ্যুৎ সংযোগ ও কোন প্রকার রাসায়নিক দ্রব্য ছিল না বলে দাবি করেন তিনি।
শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইটি ইউনিট দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতি ও কীভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা সঠিকভাবে বলতে পারেননি।