গাজীপুরের শ্রীপুরে মক্তব থেকে বাড়ি ফেরার পথে সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার(৩০ ডিসেম্বর)সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার টেংরা গ্রামে এ ঘটনাটি ঘটে।জানা যায়,ওই শিশুটি নানার বাড়িতে থেকে স্থানীয় একটি মসজিদ মক্তবে পড়ে। পড়ার শেষে সাড়ে সাতটার সময় শিশুটি মক্তব থেকে বাড়ি ফিরছিল।
এ ঘটনায় ধর্ষণের শিকার ওই শিশুটির বাবা ৯৯৯ ফোন করলে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধর্ষককে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত আমিনুল ইসলাম (৪৫) উজেলার টেংরা পশ্চিম পাড়া গ্রামের সামসুউদ্দিনের ছেলে।
শিশুটির বাবা মুঠোফোনে বলেন, নানার বাড়িতে বেড়াতে গিয়ে এ ঘটনার স্বীকার হয়েছেন।আজ সকালে তাঁর মেয়ে গ্রামের মসজিদ থেকে বাড়ি ফেরার পথে প্রতিবেশী আমিনুল ইসলাম(৪৫)তাকে ভয়ভীতি দেখিয়ে একটি বাঁশঝাড়ের কাছে নিয়ে যান।সেখানে তাকে ধর্ষণ করেন।বাড়িতে ফেরার পর মায়ের চোখে তার অস্বাভাবিক আচরণ ধরা পড়ে।
এ সময় জানতে চাইলে সে বিষয়টি জানায় এবং এর আগেও আমিনুল তাকে জোর করে ধরে নিয়ে কয়েকবার ‘খারাপ কাজ’ করেছে।ওই শিশু মেয়টিকে এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে গ্রামের লোকজন আমিনুল ইসলামের বাড়িতে গেলে তিনি এ সব অস্বীকার করেন।
শ্রীপুর থানার উপ পরিদর্শক এসআই কামরুল হাসান জানান ,ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও এম এ সাইদ লিয়ন জানান,ধর্ষণের স্বীকার শিশুটিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শ্রীপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন ,ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।