গাজীপুরের শ্রীপুর উপজেলার ( জৈনাবাজার এর অল্প দক্ষিণ পাশে ভাই ভাই ফিলিং স্টেশনের সামনে)
ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান (৪০) নামে এক ট্রাকচালক নিহত।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) ভোর রাত ৪টার সময় এ দূর্ঘটনা ঘটে।
আব্দুর রহমান ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পালগাঁও এর আবদুল বাছেদ এর ছেলে।
শ্রীপুর উপজেলার ( জৈনাবাজার এর অল্প দক্ষিণ পাশে ভাই ভাই ফিলিং স্টেশনের সামনে) ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী নাছির উদ্দীন বলেন,ভোর রাত ৪টায় একটি বিকট শব্দ হয় এই শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসে এসে দেখে সড়কের মাঝে সামনে দিক দুমড়ে মুচড়ে যাওয়া একটি ট্রাক দাঁড়িয়ে আছে। ধারণা করা হচ্ছে চালক তার সামনে থাকা কোন গাড়ির পিছনে ধাক্কা দিয়ে ছিলো।
ট্রাকের ভিতর থেকে চিৎকারের শব্দ আসছে তখন লোকজন নিয়ে ট্রাকের ভিতর থেকে আটকে পরা চালককে উদ্ধার করা হয়। চালকের দুই পা ভেঙে থেঁতলে গেছে। বেরকরার কিছুক্ষণ পরেই মা-রা যায়।
ভোর ৫টায় দিকে পুলিশ এসে মরদেহ মৃতের আত্বিয়ের কাছে হস্তান্তর করে ট্রাক টি নিয়ে চলে যায়।