বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন

গাজীপুরের শ্রীপুরে মহাসড়কে অবৈধ যান বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আলমগীর হোসেন সাগর 
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৭৮ বার পঠিত

 

 

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সরকার ঘোষিত নিষিদ্ধ যান চলাচল বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৫টি মামলায় ১৭ হাজার ৫শ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

সোমবার (২৫ জুলাই) বেলা ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।

অভিযানে মহাসড়কে চলাচল নিষিদ্ধ তিন চাকার যান, ব্যাটারি চালিত অটোরিকশা এবং সিএনজি আটক করে অর্থদণ্ড করা হয়। অভিযানে সড়ক পরিবহন আইন- ২০১৮ এর- ৬৬ ধারায় ১৫টি মামলায় ১৭ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, মহাসড়কে অবৈধ যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে । এতে প্রাণহানিসহ গুরুতর আহত হওয়ার মতো ঘটনাও ঘটছে।

দুর্ঘটনা রোধে সরকার মহাসড়কে তিন চাকার যানসহ সিএনজি, ব্যাটারি চালিত অটোরিকশা নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মহাসড়কে নিষিদ্ধ যান চলাচল করছিল।

এ কারণে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন, চালক-মালিককে সচেতন করতে অভিযান চালানো হয়েছে, যা অব্যাহত থাকবে। এ সময় মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, উপ-পরিদর্শক মো. আশরাফুল হক, রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991