আলমগীর হোসেন সাগর গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে রান্নাঘরে রাখা কীটনাশক পানে মাহাদী নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়াতখারচালা গ্রামে এ ঘটনা ঘটে। মাহাদী ওই গ্রামের মো. আকরাম হোসেনের ছেলে।
নিহত শিশুর প্রতিবেশী চাচা আবুল কালাম আজাদ বলেন, কলাবাগানে দেওয়ার জন্য বাজার থেকে এনে কীটনাশক রাখা হয়েছিল রান্নাঘরের মসলার ঝুড়িতে। গতকাল সকালে রান্নার সময় ঝুড়ি থেকে কীটনাশক বের করে ভুলবশত নিচেই রেখে দেন ওই শিশুর মা। পরে মাহাদী রান্নাঘরে খেলার ছলে কীটনাশক পান করে। অসুস্থ হয়ে পড়লে উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, শিশুর পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।