আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :
গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশন চালুর দাবিতে ট্রেন চলাচল বন্ধ রেখে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী। আজ সোমবার সকালে ‘সুবিধাবঞ্চিত এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে সাতখামাইর স্টেশন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ সোমবার সকাল ১০টা ২৬ মিনিট থেকে ১০টা ৩৭ মিনিট পর্যন্ত নেত্রকোনাগামী মহুয়া কমিউটার ট্রেন ও এর আগে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট পর্যন্ত ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন আটকে রাখেন আন্দোলনকারীরা।
সমাবেশে সভাপতিত্ব করেন দূর্লভপুর গ্রামের প্রবীণ ব্যক্তি ও বিএনপি নেতা নূরুল ইসলাম কারি। আরও বক্তব্য দেন পাপিয়া সুলতানা শিলা, জহিরুল আকন্দ রাজু, মনিরুজ্জামান মনির, এনামুল হক আকন্দ ও আব্দুল আজিজ।
বক্তারা সাতখামাইর রেলস্টেশন পুনরায় চালু করা, পর্যাপ্ত জনবল নিয়োগ, মোহনগঞ্জ এক্সপ্রেস ও দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিতকরণ এবং স্টেশনের অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান। তাঁরা বলেন, এসব দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে রেলপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ দিন আন্দোলনকারীরা রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালকের (অপারেশনস) কাছে একটি স্মারকলিপিও পাঠান।
নূরুল ইসলাম কারি বলেন, ‘গত শুক্রবার সকালে ও শনিবার বিকেলে ট্রেন আটকে বিক্ষোভ ও মানববন্ধন করেছি। আজ আবার একই দাবিতে আন্দোলন করছি। দাবিগুলো পূরণ না হলে লাগাতার কর্মসূচির দিকে যেতে হবে।’
এ বিষয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার শামীমা জাহান বলেন, ‘সাতখামাইর স্টেশনে এলাকাবাসী আন্দোলন করছে বলে শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে