আলমগীর হোসেন সাগর গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে ১২০০ প্রান্তিক কৃষক-কৃষাণীর মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অর্থ বছর খরিপ-২ মৌসুমে কৃষি পূনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষাণীর মধ্যে বিনামূল্যে সার বীজ বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক এডভোকেট হারুন অর রশিদ ফরিদ, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি মো. আকবর আলী চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ময়িদুল হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রনয় ভূষণ দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুয়িদুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলার ১২শ’ প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার বীজ বিতরণ করা হয়।