বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
ঘোষনা
চট্টগ্রাম ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। সেখান থেকে সাতজনকে আটক করা হয়েছে। বাংলাদেশের অতন্দ্র প্রহরী: দেশ ও জনগণের নিরাপত্তার অগ্রভাগে আমরা! রাজশাহীতে সাংবাদিককে মাদক মামলায় ফাঁসানো সেই ডিবি টিমের বিচার চান সাংবাদিক সমাজ ঝিনাইদহ সীমান্তে কোদলা নদীতে ভাসছিল মরদেহ, নিয়ে গেল ভারতীয় পুলিশ তীব্র আন্দোলনের মুখে অবশেষে ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা রূপনগরে তিনটি ককটেলসহ বাবুল হোসেন গ্রেফতার মিরপুর ডিওএইচএসে ট্রাস্ট পরিবহনের বাসে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে ‎সিংগারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে শ্রমিক দলের ওয়ার্ড কর্মীসভা অনুষ্ঠিত ‎ ‎নেতৃবৃন্দের আহ্বান— “আগামী নির্বাচনে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে” আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচী ও সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে পৌর বিএনপি, রাজধানীতে তিন বাসে অগ্নিসংযোগ, বসুন্ধরায় পুড়ল প্রাইভেট কার — লকডাউন কর্মসূচির আগে উত্তেজনা বৃহস্পতিবারের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে আতঙ্ক: একাধিক বিশ্ববিদ্যালয় ও স্কুলে অনলাইন ক্লাসের ঘোষণা গাজীপুরের শ্রীপুরের শীতলক্ষ্যা নদীতে ট্রেজার বসানো৷ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ঢাকা-১৫ আসনে ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের প্রায় লক্ষাধিক লোকের বিশাল শোডাউন — মনপুরা থেকে বন্যা হরিণ উদ্ধার অমুক্ত চর ফাথালিয়া, ঝিনাইদহের কালীগঞ্জে ২টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর লদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে চাল ও পেঁয়াজের পাইকারি আড়তে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালনা” জুলাইসহ সকল গণহত্যার বিচার ও জুলাই সনদের আইনি স্বীকৃতির দাবিতে রংপুরে শিবিরের বিক্ষোভ রাজশাহীতে ৩শ গ্রাম হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার হান্ডিয়ালে এম এ সামাদ কলেজে প্রয়াত প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠিত গুলিস্তান জিরো পয়েন্টে একাধিক ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে

গাজীপুরের শ্রীপুর থানা এলাকার এক ব্যক্তি খুনের মামলার ২৯ বছর পর রায় ঘোষণা করেন আদালত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৩০৫ বার পঠিত

আলমগীর হোসেন সাগর গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর থানা এলাকার এক ব্যক্তি খুনের মামলর ২৯ বছর পর সোমবার ( ৩১ অক্টোবর) রায় ঘোষণা করেন আদালত। রায়ে দুই সহোদর দুই ভাইয়ের আমৃত্যু কারাদন্ড ও ১০হাজার টাকা করে জরিমানা, পাঁচ আসামীর যাবজ্জীবন কারাদন্ড ও একজনের খালাসের রায় ঘোষণা করেন গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক বাহাউদ্দিন কাজী। এছাড়া রায়ে এক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

 

নিহত সুলতান উদ্দিন (৫৫), শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকার ধনাই বেপারীর ছেলে। দন্ডিতদের মধ্যে ভিক্টিমের দুই ভাই মো. মাইন উদ্দিন (৬৫) ও তার ভাই আবুল কাসেম বেপারীকে (৬০) আমৃত্যু কারাদন্ড ও ১০হাজার টাকা করে জরিমানা। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো স্থানীয় আব্দুল কাদিরের ছেলে দুলাল উদ্দিন (৫০), ধনাই বেপারীর ছেলে আ: মান্নান (৫৫), বেলতলী এলাকার সোনা উল্লাহর ছেলে মাইন উদ্দিন (৬০) একই এলাকার শুক্কুর আলীর ছেলে মো. আজিজুল হক (৬০)। বেকসুর খালাসপ্রাপ্ত হলো স্থানীয় মো. গিয়াস উদ্দিন (৬০)।

বাদি পক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাহাদুর জানান, জমি-জমা নিয়ে ভিক্টিম ও আসামিদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। ১৯৯৩ সালের ১৫ সেপ্টেম্বর রাত ১১টার দিকে নিহত সুলতান উদ্দিন, তার ভাই মোতাহার হোসেন ও প্রতিবেশি মুজিবুর রহমান ভিক্টিমের বসত ভিটির পশ্চিমের ঘরে বসে পারিবারিক বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা করছিলেন। পরে আগ্নেয়াস্ত্র ও দেশীয় আস্ত্রসহ দন্ডিতরা আরো কয়েকজনকে নিয়ে ওই ঘরের খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে। এক পর্যায়ে সুলতান উদ্দিনকে ধরে বুকে ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রে কুপিয়ে ও গুলি করে ঘটনাস্থলেই হত্যা করে।

 

এসময় ভিক্টিমের ডাকচিৎকার শুনে নিহতের দুই ছেলে মোবারক হোসেন ও আবুল কালাম আজাদ বাবাকে রক্ষা করতে গেলে তাদেরকে ধারালো অস্ত্রে জখম করে। পরে তাদের ডাক-চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে গেলে দন্ডিতরা গুলি করতে করতে পালিয়ে যায়। পরদিন ভিক্টিমের ভাই মোঃ মোতাহার হোসেন বাদি হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।

 

বাদি পক্ষের আইনজীবী ছিলেন নিহতের ছেলে ও গাজীপুর জজ কোর্টের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাহাদুর এবং বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন মোঃ সুলতান উদ্দিন এবং আব্দুর রশিদ। ১৯৯৭সালে গাজীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচার কাজ শুরু হয়। দীর্ঘদিন শুনানী ও ১৪জন স্বাক্ষীর সাক্ষ্য শেষে সোমবার আসামিদের উপস্থিতিতে এ মামলার রায় দেন আদালত। রায়ে ভিক্টিমের দুই ভাইয়ের আমৃত্যু কারা দন্ড ও প্রতেকের ১০হাজার টাকা জরিমানা এবং অপর পাঁচজনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। অপর আসামি গিয়াস উদ্দিনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

নিহতের ছেলে আইনজীবী মোস্তাফিজুর রহমান বাহাদুর আরো জানান, হত্যাকান্ডের ১৫ দিন আগেও আসামীদের কয়েকজন সুলতান উদ্দিনকে প্রকাশে হত্যার হুমকি দিয়েছিল। তখন ওই বছরের ৩১ আগস্ট শ্রীপুর থানায় সাধারণ ডায়রী (জিডি) করা হয়। জিডি’র ১৫দিন পরই বাবাকে হত্যা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991