গাজীপুর জেলা প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গাজীপুরের সদর উপজেলা যুবলীগের আয়োজনে গরীব-দুঃখী-দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে মেম্বার বাড়ি বানিয়ারচালা আবাবিল একাডেমির স্কুল মাঠে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. ফিরোজ মিয়ার সভাপতিত্বে ও গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি, ও নগদ অর্থ বিতরণ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়। এ সময় উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলীমুদ্দিন বুদ্দিন, ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজু আহমেদ, মুক্তিযুদ্ধা ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রনি মন্ডলসহ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।