গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের সালনা বাজারের হাজী সাদেক সুপার মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে মালামালসহ মার্কেটের কয়েকটি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১০ জুন) মহানগরীর সালনা বাজার এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মার্কেটের মালিক হাজী সাদেক হোসেন জানান, শুক্রবার ভোররাতে মহানগরীর সদর থানার ওই মার্কেটের একটি দোকানে আগুনের সূত্রাপাত হয়। আগুন পার্শ্ববর্তী মার্কেটের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে সক্ষম হন। আগুনে মালামালসহ মার্কেটের ৪/৫টি দোকান পুড়ে গেছে।