আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : গাজীপুর জেলার সদর উপজেলার পাইনশাইল, ভাওয়াল মির্জাপুর, মির্জাপুর এলাকায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা ও ২৭ লক্ষ টাকা জরিমানা আদায়।
আজ ১৪/০২/২০২৪ খ্রি. তারিখ রোজ বুধবার গাজীপুর জেলার সদর উপজেলার পাইনশাইল, ভাওয়াল মির্জাপুর, মির্জাপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, গাজীপুর।
উক্ত অভিযানে ১১ টি অবৈধ ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত২০১৯) এর বিভিন্ন ধারা ভঙ্গ করায় সর্বমোট ২৭ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
ইটভাটাগুলোর মধ্যে
পাইনশাইল, ভাওয়াল মির্জাপুর, গাজীপুর সদর, গাজীপুর অবস্থিত
১। তুরাগ ব্রিকসকে ০৫ লক্ষ
২। সোহাগ বাপ্পি ব্রিকসকে ০৫ লক্ষ টাকা
৩। আঁখি ব্রিকসকে ০৫ লক্ষ টাকা
৪। ন্যাশনাল ব্রিকসকে ০৫ লক্ষ টাকা
৫। আলম ব্রিকসকে ০১ লক্ষ টাকা
৬। ভাই ভাই ব্রিকস(০১) কে ০১ লক্ষ টাকা
৭। ভাই ভাই ব্রিকস(০২) কে ০১ লক্ষ টাকা
৮। ট্রিপল সেভেন ব্রিকসকে ০১ লক্ষ টাকা
০৯। একতা ব্রিকসকে ০১ লক্ষ টাকা
১০। উম্মে হাবিবা ব্রিকসকে ০১ লক্ষ টাকা
১১। মদিনা ব্রিকসকে ০১ লক্ষ টাকা করে মোট ২৭ লক্ষ টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়েছে এবং ইটভাটাগুলো বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে। তাছাড়া ভোগড়া বাইপাস এলাকায় অবস্থিত ফারদার ফ্যাশন নামক কারখানার জেনারেটরের শব্দ দূষণ সম্পর্কিত অভিযোগ তদন্ত করা হয়েছে।
উক্ত অভিযানে নেতৃত্ব দিয়েছেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়জুন্নেসা আক্তার। অভিযানে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব নয়ন মিয়া, সহকারী পরিচালক জনাব মোঃ মইনুল হক, সহকারী পরিচালক জনাব মমিন ভুইয়া, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস, জেলা পুলিশের সদস্য বৃন্দ এবং প্রিন্ট মিডিয়ার লোকজন উপস্থিত ছিলেন। অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।