আলমগীর হোসেন সাগর গাজীপুর জেলা প্রতিনিধিঃ-গাজীপুরের সদর উপজেলার বি কে বাড়ী এলাকায় মির্জাপুর যাওয়ার শাখা রাস্তার পাশে।
গত শুক্রবার দিবাগত গভীর রাতে পরিত্যক্ত অবস্থায় ওয়ারড্রব এর ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় সাবিনা আক্তার নামের নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করে জয়দেবপুর থানা পুলিশ।
নিহত সাবিনা আক্তার কুড়িগ্রাম জেলার উলিপুর থানার ধরারপাড় গ্রামের আয়নল হকের মেয়ে। সে গাজীপুরের বাসন সড়ক নাওজোর এলাকায় বাসা ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতো। এ বিষয়ে জয়দেবপুর থানা ওসি মাহাতাব উদ্দিন জানান গতকাল গভীর রাতে বি কে বাড়ী এলাকা থেকে থানা ফোন দিয়ে জানানো হয় রাস্তার পাশে একটি ওয়ারড্রব কে বা কাহার রেখে যায়, এই সাংবাদ পেয়ে থানা অন্যান্য অফিসারদের সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঐ এলাকার লোকজনের সামনে ওয়ারড্রব খোলা হয়। পরে দেখা যায় ঐ ওয়ারড্রবে ভিতরে হাত পা বাঁধা অবস্থা এক নারীর লাশ। পরে লাশ উদ্ধার করে থানায় এনে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। এ বিষয়ে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।