গাজীপুরে ও শ্রীপুরে মহাসড়কে বাস ভাঙচুর, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
আলমগীর হোসেন সাগর
গাজীপুর জেলা প্রতিনিধি :
বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থানা এলাকায় হোতাপাড়া একটি ড্রাম ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অপর দিকে শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গাড়ী ভাঙচুর করে দূস্কৃতিকারীরা শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহা সড়কের জৈনা বাজার এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে
প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। শ্রীপুর থানা পুলিশ এসে আগুন সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। হোতাপাড়া এলাকায় ড্রাম ট্রাকে আগুন লাগার বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন জানান সকালে জয়দেবপুর থানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে হরতাল সমর্থনকারীরা এই আগুন দিয়ে পালিয়েছে। অপর দিকে সকালে শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড়ে দুটি বাস ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম বলেন, ‘মহাসড়কে গাড়ি ভাঙচুর ও আগুন জ্বালিয়ে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে কাজ করছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হরতালের সমর্থনে এ ঘটনা ঘটায়।