ইং-২০/০৯/২০২২ তারিখ রাত্র অনুমান ০৮.০০ ঘটিকার পর হইতে ইং ২১/০৯/২০২২ তারিখ বেলা অনুমান ১২.৩০ ঘটিকার মধ্যবর্তী সময়ে জয়দেবপুর থানাধীন শিরিরচালা বাঘেরবাজার সাকিনস্থ তাইজুদ্দিন মার্কেটে আয়মান টেলিকম নামক ভাড়াকৃত দোকান ঘর হইতে অজ্ঞাত নামা চোরেরা সংগোপনে দোকানঘরে প্রবেশ করিয়া মোবাইল ও নগদ টাকা চুরি করিয়া নিয়ে যায় মর্মে জয়দেবপুর থানা পুলিশ জানতে পারেন। তাৎক্ষণিক জনাব মাহাতাব উদ্দিন,অফিসার ইনচার্জ,জয়দেবপুর থানা,গাজীপুর এর দিক-নির্দেশনায় এসআই/ইবনে সাউদ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করিয়া তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করিয়া ১।মোঃ নূর হোসেন(২১),২। মোঃ জসিম উদ্দিন (২৩)দ্বয়সহ বিভিন্ন ব্রান্ডের মোট ০৯ টি মোবাইল ফোন,যাহার চোরাই অনুমান মূল্য-৬৩,৪৪০(তেষট্টি হাজার চারশত চল্লিশ) টাকা উদ্ধার করেন।এ সংক্রান্তে দোকান মালিক আব্দুল আজিজ বাদী হয়ে অভিযোগ দায়ের করিলে জয়দেবপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। আসামিদ্বয়কে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।