শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র ক্রাইম রিপোর্টার: গাজীপুর মহানগর ডিবি পুলিশ ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) যৌথ অভিযানে মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন ভাদাম পশ্চিমপাড়া এলাকার বহুতল ভবেনর ৫ তলার একটি ফ্ল্যাট থেকে। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) পরিচয়দানকারী ভুয়া ছয়জনকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই-র পরিচয়ে জাল কাগজপত্র বানিয়ে নিরীহ সাধারণ মানুষদের কাছ থেকে অর্থ আদায় করে আসছিলো বলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ভুয়া পরিচয়দানকারী গ্রেফতারকৃতরা হলেন।
১/নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার রনচন্ডি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ লিয়ন মিয়া (২৫), ২/ একই এলাকার মোঃ এবাদুল ইসলামের ছেলে মোঃ মোজাহিদুল ইসলাম (২৩), ৩/লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দই খাওয়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে মোঃ হুমায়ন কবির (৩৬), ৪/নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার ঘনচন্ডি গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে রাজিয়া সুলতানা (২২), ৫/একই এলাকার রাশিদুল ইসলামের মেয়ে মোছাঃ রিপা আক্তার (২১), ৬/মোছাঃ রিপা আক্তারের ছোট বোন মোছাঃ রিখা মনি (১৭)।
(১৩’ই মে ২০২৪) সোমবার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মহানগর ডিবি পুলিশের (দক্ষিণ) এর উপ-পুলিশ কমিশনার মোঃ নাজির আহমেদ খান।
সাংবাদিক সম্মেলনে গ্রেফতারকৃদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, গ্রেফতারকৃত ভুয়া এনএসআই পরিচয়দানকারীরা ফেইসবুক আইডি ব্যবহার করে দেশের যুবক ছেলে মেয়েদের চাকুরীর প্রলোভন দেখিয়ে ঘটনাস্থলে এনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) হিসেবে প্রশিক্ষণ প্রদান করে এবং নিয়োগপত্র ও ভুয়া আইডি কার্ড প্রদান করে বিভিন্ন জেলা ও বিভিন্ন থানায় পোষ্টিং, বদলী দিয়ে থাকে এবং তাদেরকে প্রশিক্ষনকালীন সময়ে নিজেদের তৈরী বিধি মোতাবেক পদোন্নতি ও শাস্তি প্রদান করে থাকে।
তিনি আরো জানান, অভিযানকালে ঘটনাস্থল থেকে আফরোজ আশিক সিনফি(১৯) এবং কাজিন ফাতেমা (১৮) নামের দুই ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর ভুক্তভোগীরা জানায়, প্রতারকরা তাদের এনএসআই’য়ে চাকুরী দেয়ার জন্য ৫/৬ মাস যাবত ঘটনাস্থলে এনে প্রশিক্ষণ দিয়ে আসছে। এ বাবদ ভুক্তভোগীদের কাছ থেকে প্রতারক চক্রের সদস্যরা ১৫-১৭ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
গাজীপুর মহানগর ডিবি পুলিশের (দক্ষিণ) এর উপ-পুলিশ কমিশনার মোঃ নাজির আহমেদ খান আরো জানান, অভিযানের সময় প্রতারক চক্রের সদস্যদের কাছে থাকা প্রশিক্ষণ মডিউল, বই, প্রশিক্ষণ এয়ার পিস্তল, কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।