গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর সদরের মিরেরবাজার এলাকায় নিবন্ধন বিহীন ক্লিনিক পরিচালনা ও ভুয়া ডাক্তার দিয়ে গর্ভপাতের দায়ে জনসেবা স্বাস্থ্যকেন্দ্রের পরিচালককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময়ে ডাক্তার সেজে ক্লিনিকে চিকিৎসা দিচ্ছিলেন নার্স জাহানারা খাতুন।
বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে গাজীপুর সদরের মিরেরবাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্ডার কামরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।
এ সময় গাজীপুর জেলা সিভিল সার্জন ( ভারপ্রাপ্ত ) ডাঃ হাবিবুর রহমান ও সত্যরঞ্জন উপস্থিত ছিলেন।
জানা যায় , কোনো রকম সরকারি নিবন্ধন ছাড়াই ক্লিনিকটি পরিচালনা করা হচ্ছিল। পরিচালক জাহানারা খাতুন নিজে নার্সিং প্রশিক্ষণ নিয়ে ডাক্তার সেজে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। এক অন্তঃসত্ত্বা মহিলা কে গর্ভপাত করার সময় হাতেনাতে তাকে আটক করা হয়। এ অপরাধে তাকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।
জাহানারা খাতুন কে একই অপরাধে এর আগেও দুই মাসের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছিলো।
এর আগে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করে।