সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টার: গাজীপুরের কোনবাড়ীতে নারীসহ বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। গত সোমবার (৬ জানুয়ারি) গাজীপুর জেলার কালিয়াকৈর ও মহানগরের টঙ্গী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- কালিয়াকৈর থানার গোবিন্দপুর গ্রামের মৃত দধি মন্ডলের ছেলে মোঃ শফিকুল ইসলাম, (৪০), শেরপুর জেলার শ্রীবর্দী থানার আটকান্দা গ্রামের জয়নালের ছেলে মোহাম্মদ মামুন(২৫) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার শিবরামপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের মেয়ে মোসাঃ নিলুফা(২৬)। মঙ্গলবার দুপুরে,জিএমপি পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার তোরাব মোহাম্মদ শামছুর রহমান জানান,গ্রেফতারকৃতরা বিকাশ এজেন্ট এর দোকান থেকে গ্রাহকদের মোবাইল চুরি এবং সেই মোবাইল থেকে টাকা ক্যাশ আউট করে।গত জানুয়ারি মাসের ২৪ তারিখে মহানগরের কোনাবাড়ী থানায়,সুরাইয়া খাতুন নামের একজন ভুক্তভোগীর এমন অভিযোগের ভিত্তিতে প্রতারকদের গ্রেফতারে অভিযানে নামে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় জেলার কালিয়াকৈর থেকে প্রথমে শফিকুল ইসলাম ও তার তথ্যের ভিত্তিতে অপর দুই প্রতারকে মহানগরের টঙ্গী এলাকা থেকে গ্রেফতার করে জিএমপি’র কোনাবাড়ী থানার পুলিশ। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৭ হাজার টাকা, প্রতারণার কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রতারণার মধ্যে চুরির একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।