আলমগীর হোসেন সাগর গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের পূবাইলে উনিশ বছর বয়সী নিজ মেয়ে কে
কয়েকমাস ধরে ধর্ষণের অভিযোগে বাবা কে আটক করেছে পুলিশ।
বাবা কর্তৃক ধর্ষিত হয়ে আসছিলো তরুণী। লজ্জা ও ভয়ে বিষয়টি কাউকে না জানিয়ে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে অভিযোগ করে। তরুণীর অভিযোগের প্রেক্ষিতে পোশাক শ্রমিক বাবা আবদুল হাকিম (৪০) কে আটক করেছে পুলিশ।
রোববার (১৭ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক (ফোক্যাল পার্সন মিডিয়া আ্যন্ড পাবলিক রিলেসন্স) আনোয়ার সাত্তার।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূবাইল কলেজগেইট এলাকা থেকে শনিবার (১৬ জুলাই) এক তরুণী জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার বয়স উনিশ বছর। গত কয়েকমাস ধরে তিনি তার বাবা কর্তৃক ধর্ষিত হয়ে আসছিলো। বিষয়টি লজ্জায় ও ভয়ে কাউকে জানাতে পারেনি।
গত শুক্রবারও (১৫ জুলাই) তিনি ধর্ষণের শিকার হয়েছে। এসময় ফোন করে উদ্ধার ও আইনি সহায়তার জন্য অনুরোধ জানায় এ তরুণী।
৯৯৯-এর কলটেকার কনস্টেবল আনিসুর রহমান কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল আনিস তাৎক্ষণিক পূবাইল থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।
পরবর্তীতে ৯৯৯ ডিসপাচার (এসআই) দীপন কুমার সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।
৯৯৯ থেকে সংবাদ পেয়ে পূবাইল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং মেয়ের অভিযোগের প্রেক্ষিতে ধর্ষণের অভিযোগে তার পিতা আবদুল হাকিমকে আটক করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে পূবাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে।