গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহা সড়কের হোতাপাড়া রমজান আলী মসজিদ মার্কেটের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা, আনন্দ র্যালী, আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে
গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও গাজীপুর জেলা যুবলীগের সদস্য ফিরোজ মিয়ার সঞ্চালনায় আনন্দ র্যালী, আলোচনা সভা দোয়া মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রায়াত অ্যাডভোকেট রহমত আলী এমপির ছেলে গাজীপুর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়। এ সময় জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন , আওয়ামীলীগ নেতা সফিকুল ইসলাম সফি, রাজাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন, আওয়ামীলীগ নেতা এমদাদ মেম্বার, শ্রমিকলীগ নেতা শাহীন মৃধাসহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগ, ও শ্রমিকলীগের গাজীপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শতাধিক মোটরসাইকেল ও গাড়ী বহর নিয়ে আনন্দ র্যালী মহাসড়কের হোতাপাড়া থেকে বাঘের গিয়ে শেয় হয়।