গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের পশ্চিম পাশের গজারি বনের ভেতরে গড়ে ওঠা নতুনধারা ডিস্কো ক্লাবে অভিযান চালিয়ে ২৮৮ জনকে আটক করেছে পুলিশ।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ও জাহিদ বিন কাশেমের উপস্থিতিতে এবং মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান ও মোহাম্মদ ইলতুৎমিশের নেতৃত্বে বুধবার রাতে অভিযান পরিচালিত হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত জুয়া খেলার দায়ে ২৭৭ জনকে অর্থদণ্ড ও ১১ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন শহীদ খান জজ (৫২), দেলোয়ার হোসেন (৩৮), রতন চন্দ্র সাহা (৫২), নজরুল ইসলাম আকন্দ (৪৪), জয়নাল ফকির (৪২), নারায়ণ চন্দ্র গৌর (৩৫), আল ইমরান (৪৫), আবদুল মান্নান (৫৫), তোফায়েল আহমেদ (৩২), আবুল বাশার (৪৩) ও রাশেদুল ইসলাম (৩২)।
উপ-কমিশনার জাকির হাসান জানান, যৌথ অভিযানে তল্লাশি চালিয়ে ২১০ পিস ইয়াবা, এক কেজি গাঁজা, চার বোতল হুইস্কি, ১০০ গ্রাম হেরোইন ও এক লিটার মদ উদ্ধার করা হয়েছে। ওই ১১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হয়েছে।