গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী বানিয়ারচালা এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাহিদ নামের এক যুবক নিহত হয়েছে। নিহত নাহিদ বানিয়ারচালা পালবাড়ী এলাকার মৃত আতাউর রহমান আতা পালের বড় ছেলে। বাঘের বাজার টু ভবানীপুর আঞ্চলিক সড়কের পালবাড়ী এলাকায় শ্রমিক বহনকারী চ্যাম্পিয়ান পরিবহনের একটি স্টাফ
বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাহিদ গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে য়ায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান,ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহত নাহিদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।