গাজীপুর সদর থানাধীন বালুচাকুলি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলিম উদ্দিন বেপারী নামে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলিম উদ্দিন (৬০) গাজীপুর সদর থানাধীন বালুচাকুলি এলাকার মৃত ফজর আলী বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, কলিম উদ্দিন নিজ বাড়িতে গোসল করে ভেজা কাপড় রশিতে শুকাতে দিচ্ছিলেন।এ সময় পাশে থাকা বিদ্যুতের তারের সঙ্গে ওই ভেজা কাপড়ের স্পর্শ লাগে। এতে কলিম বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে কলিমকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান খান জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই ব্যক্তি মারা গেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।