বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

গাজীপুরে বৈদ্যুতিক সংযোগ ক্যাবল সহ ৭ চোর আটক

আলমগীর হোসেন সাগর
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ২২৩ বার পঠিত

গাজীপুর জেলা প্রতিনিধিঃ
ইং ১০/০৫/২০২২ তারিখ রাত্র অনুমান ০১.৫০ ঘটিকার সময় গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন নয়াপাড়া সাকিনস্থ ইপিলিয়ন ফেব্রিক্স লিঃ এর বৈদ্যুতিক সংযোগ ক্যাবল কতিপয় চোরেরা চুরি করিয়া নেওয়ার সময় জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ জনাব মাহাতাব উদ্দিন এর দিক নির্দেশনায় ইন্সঃঅপারেশন মুন্সী আবু কুদ্দুস সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ উক্ত প্রতিষ্ঠানের সিকিউটি ও স্থানীয় লোকজনের সহায়তায় জয়দেবপুর থানা পুলিশ তাৎক্ষনিক বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া চোর চক্রের১.মোঃ মনির উদ্দিন(২৭), পিতা-মৃত মনসুর আলী স্থায়ী: (শারপিনপাড়া) , থানা- দোয়ারাবাজার,জেলা সুনামগঞ্জ, বর্তমান: গ্রাম-আনসার রোড (শফিকের বাড়ির ভাড়াটিয়া) থানা- শ্রীপুর,জেলা-গাজীপুর,২.মোঃ মমিন(১৭)পিতা-শফিকুল ইসলাম ,স্থায়ী: গ্রাম- চানপুর, থানা- দিরাই,জেলা-সুনামগঞ্জ,বর্তমান(বেরাইদেরচালা,মিয়া বাড়ী) থানা- শ্রীপুর,জেলা-গাজীপুর, ৩.মোঃ হান্নান(২০), পিতা-তোতা মিয়া,স্থায়ী: গ্রাম- মুখী, থানা- পাগলা,জেলাঃ ময়মনসিংহ,বর্তমান(মাষ্টারবাড়ি,বাবুলের ভাঙ্গারীর দোকান) থানা- শ্রীপুর, জেলা -গাজীপুর, ৪. রিয়েল(২৬), পিতা-মোঃ জয়নাল আবেদীন,স্থায়ীঃগ্রাম মশাখালী, থানা- গফরগাঁও, জেলা -ময়মনসিংহ, বর্তমান: গ্রাম- মুলাইদ (আজম আলী এর বাড়ির ভাড়াটিয়া)থানা- শ্রীপুর, জেলা -গাজীপুর,৫.অনিক মিত্র(২০), পিতা-পলক মিত্র স্থায়ী: (বড়বাড়ি) , থানা- হালুয়াঘাট,জেলা ময়মনসিংহ, বাংলাদেশ:বর্তমান: (ওয়াদার,মোঃ সামছুল এর ভাঙ্গারী দোকানে থাকে) থানা- শ্রীপুর,জেলা-গাজীপুর,৬.মোঃ সাইদুল(২৫), পিতা-মোঃ আঃ রহমান,স্থায়ী:(পাইতল) থানা-পাগলা জেলাঃময়মনসিংহ, বর্তমান: (মাষ্টারবাড়ি, বাবুর ঝুটের গোডাউন) থানা- শ্রীপুর, জেলা -গাজীপুর,৭.বাবুল(৪০), পিতা-খোরশেদ আলম, সাং-মনিরপুর,থানা-হোমনা,জেলা -কুমিল্লা বর্তমান ঠিকানা সাং-আনছার রোড,থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর সর্ব মোট ০৭ জনকে আটক পূর্বক চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার করে। উদ্ধারকৃত বৈদ্যুতিক তারের মূল্য ১,৫০,০০০/-(একলক্ষ পঞ্চাশ হাজার) টাকা।এ সংক্রান্তে জয়দেবপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয় এবং আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991