গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন রক্ষিতপাড়া সাকিনস্থ ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের পূর্বপার্শ্বে জনৈক আনোয়ার হোসেন এর দোকানের সামনে কতিপয় চোর একটি ব্যাটারী চালিত চোরাই অটোরিক্সা বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করাকালীন সময় জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ জনাব মাহাতাব উদ্দিন এর দিক নির্দেশনায় এসআই/মোঃ নাজমুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া চোর চক্রের ১। মোঃ আক্তার হোসেন(৩০), পিতা-মোঃ সুলতান, গ্রাম- চাওবন, থানা- শ্রীপুর, জেলা -গাজীপুর, ২। মোঃ ফজলুল হক ওরফে ফজল মিয়া(৪০), পিতা-মৃত নাজিম উদ্দিন , গ্রাম- উত্তর ইটাখোলা, থানা- হালুয়াঘাট, জেলা -ময়মনসিংহ, এ/পি সাং- পালেরপাড়া (সাখাওয়াত হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া),থানা- বাসন, জেলা -গাজীপুরসহ মোট ০২ জনকে আটক পূর্বক একটি তিন চাকা বিশিষ্ট ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাটারী চালিত অটোরিক্সার মূল্য অনুমান-১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা ।এ সংক্রান্তে জয়দেবপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয় এবং আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।