গাজীপুর জেলা প্রতিনিধিঃ
১৯ এপ্রিল, ২০২২ তারিখ রাত অনুমান ০৮:৪০ ঘটিকার সময় ভিকটিম মোঃ ইমরান ইসহাক(২১) ও তার বন্ধু মোঃ মাসুম(১৯)-দ্বয় কাপাসিয়া থানাধীন আড়াল বাজার মেলায় যাওয়ার পথে কাপাসিয়া থানাধীন খিরাটী সাকিনস্থ মানিক বাজার উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর মোটর সাইকেল যোগে পৌছামাত্র ০৮ জন আসামী নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে ভিকটিমদ্বয়কে আটক করে মানিক বাজার উচ্চ বিদ্যালয়ের পিছনে জঙ্গলে নিয়ে জীবন নাশের ভয়ভীতি দেখিয়ে ৫০,০০০হাজার টাকা/- দাবিসহ ৮,০০০/- টাকা আদায় করে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে ১। মোঃ মোস্তাফিজ (৩২), ২। সোহরাব(৩৩), ৩। মোঃ রায়হান (৩৫)-গণকে খেলনা পিস্তল ও ওয়ারলেস সেটসহ আটক করে এবং অন্যান্য আসামীরা দৌড়িয়ে পালিয়ে যায়।