গাজীপুরে মাদ্রাসার অফিস সহকারীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন
আলমগীর হোসেন সাগর
গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক শরীফ রায়হানের উস্কানিতে সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম কর্তৃক মাদ্রাসার অফিস সহকারী প্রবীণ ব্যক্তি আমীনুল হককে হত্যার উদ্দেশ্যে মারধর ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন প্রাক্তন শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী। মাদ্রাসা চত্বরে এ মানববন্ধনে স্থানীয় কয়েকশো জনতা অংশ নেন। এসময় অভিযুক্ত সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদের অপসারণ দাবী করে মাদ্রাসা মাঠে জড়ো হন তারা মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসার আজীবন দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দীন ব্যাপারী, গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য মোহাম্মদ এমদাদুল হক,অভিভাবক সদস্য মোঃ মোসলেম, সমাজসেবক মোঃ সিরাজ উদ্দীন, সার্ভেয়ার মোঃ আব্দুল বাতেন, বরমী ইউনিয়ন আওয়ামিলীগের সহ-সভাপতি মোঃ আব্দুস সামাদ সেলিম প্রমূখ। এসময় বক্তারা মাদ্রাসার প্রবীণ ব্যক্তি অফিস সহকারী আমিনুল হককে থাপ্পড় ও শারিরীক নির্যাতনের জন্য সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদের উপযুক্ত শাস্তি ও বিচার দাবি করেন। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার চেয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।