আলমগীর হোসেন সাগর গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের মাইজপাড়া ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায়
বাসে থাকা ৫ পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন শ্রমিক, ৪জনের অবস্থা আশংকা জনক।
এঘটনায় প্রিয়া (১৮) নামে এক নারী শ্রমিককে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
রবিবার (২৪ জুলাই) সকাল সোয়া সাতটার দিকে উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, নিলুফা আক্তার (৫১), জাহিদ (২৪), আরমান (১৭), নাঈম (২০), পারভেজ (৩৪) ফারজানা (২০) হালিমা (২৫) মাহফুজুল (২৫) সিপন (১৯) হাবিবুল্লাহ ১৬, সুলেমান (১৯) বেবি ৪০ রেশমী আকতার ৪০ বিল্লাল হোসেন ২০। আহতরা সবাই জামান ফ্যাশনের শ্রমিক।
শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ তিনি জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায়। ট্রেনটি কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি এলাকায় মাইজ ক্রসিং পার হওয়া একটি শ্রমিকবাহী বাসের সাথে সংঘর্ষ হয়। বাসটি শ্রীপুরের টেপিরবাড়ি এলাকার জামান ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানার।
গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শহিদুল্ল্যাহ্ জানান, এঘটনায় ঘটনাস্থলে প্রিয়া নামে একজন শ্রমিক নিহত হয়েছে। অপর দুজনকে ট্রেনে করে চিকিৎসার ময়মনসিং নেয়ার পথে মারা যায়। তাদের মরদেহ গফরগাও রেলস্টেশনে নামিয়ে রাখা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় জানা যায়নি।
গফরগাও রেলওয়ে পুলিশের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, শ্রীপুরে বাস ট্রেনের সংঘর্ষে নিহত দুইজনের মরদেহ বলাকা ট্রেন থেকে নামিয়ে রাখা হয়েছে৷ মরদেহ দুটো জয়দেবপুর রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।