আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার: গাজীপুরে সদর উপজেলার ডাগরী এলাকায় হতদরিদ্র এক পরিবারের সংসারে অভাব অনটন ও দারিদ্রতার কারণে দুই মাসের এক শিশু বাচ্চাকে আশি হাজার টাকায় বিক্রি করে দিলো মা। নেত্রকোনা জেলার সৈয়দপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মনির হোসেন ও সাবিনা দম্পতির ঘরে জন্ম নেয় সুন্দর ফুটফুটে শিশু। তার নাম রাখা হয় আব্দুল্লাহ।একদিকে ছেলে জন্ম নেয়ায় খুশি দম্পত্তিরা। অন্যদিকে মাথায় চেপে বসে ছেলে লালন পালনের খরচের চিন্তা। এভাবে কেটে যায় তাদের দুই মাস। চরম দারিদ্রতার মধ্যে বসবাস করায় বাবা মনির হোসেন তার সদ্য জন্ম নেওয়া শিশুর দুধ ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে না পারায়। প্রতিবেশীর পরামর্শে বাচ্চাটি আশি হাজার টাকার বিনিময়ে দত্তক দেওয়া হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যকর সৃষ্টি হয় ।এই খবর পাওয়ার পর গাজীপুরের জয়দেবপুর থানার মানবিক ওসি আব্দুল হালিম এর সহায়তা শরীয়তপুর জেলার সারেকান্দি গ্রামের মৃত ফরেজ আলীর ছেলে লুৎফর রহমান এর কাছ থেকে দুই মাসের শিশু বাচ্চাটিকে উদ্ধার করে মা বাবার কোলে ফিরিয়ে দেয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলার বিএনপির নেতা ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন, জয়দেবপুর থানার তদন্ত ওসি সেলিম আহমেদ সহ সাংবাদিকরা