গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। আসন্ন এ নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ভাওয়ালগড় ইউনিয়নের সাধারণ মানুষ। গাজীপুরে সদর উপজেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে ভাওয়ালগড় ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। গাজীপুর সদর উপজেলা আওয়ামীলীগ নেতা হারুন অর রশীদ বিএসসির সভাপতিত্বে ও ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও নৌকা প্রতিকের প্রার্থী সালাহ উদ্দিন সরকার,গাজীপুর সদর থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি সদস্য কফিল উদ্দিন বিএসসি, ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক শেখ আমিন উদ্দিন,আবু জাফর, ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবিদ হোসেন বাবুল, শাহজাহান মিয়া, শফিকুল ইসলাম মোল্লা, সাহিদা আক্তার জসুদা, রনি মন্ডল, আনোয়ার মোড়ল,প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও আওয়ামীলীগ নেতারা সমাবেশে যেগা দিয়ে বলেন, আগামী ১৬ মার্চ ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টিত হবে। এ নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে একটি কুচিক্রি মহল ষড়যন্ত্র করছে। গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের এবং শ্রীপুর পৌরসভার সীমানা জটিলতার সমাধান চেয়ে উচ্চ আদালতে একটি রিট পিটিশন করা হয়। ভাওয়ালগড় ইউনিয়নের নির্বাচন নিয়ে। কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। এই নির্বাচন বাধাগ্রস্ত করতে উচ্চ আদালতে যে রিট পিটিশন দায়ের করা হয়েছে তা প্রত্যাহার না করলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।