আলমগীর হোসেন সাগর গাজীপুর জেলা প্রতিনিধি :-গাজীপুরে এক পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
নগরীর দক্ষিণ সালনা এলাকার বাতানিয়া টেকে শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন বাড়িয়ালী এলাকার মৃত আজহার উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২২) ও বারবৈকা এলাকার তোফায়েল আহমেদের ছেলে মনির হোসেন (২৮)।
স্থানীয়রা জানান, জসিম ও মনিরসহ চার-পাঁচজন টেকনগপাড়া এলাকা থেকে ওই কিশোরী ও তার ছোট ভাইকে তুলে নিয়ে বাতানিয়া টেকের জঙ্গলে যান। সেখানে ভাইকে গাছের সাথে বেঁধে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করা হয়।
এক পর্যায়ে কিশোরী কৌশলে দৌড়ে আসাদ মিয়ার বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। খবর পেয়ে ওয়ার্ড কাউন্সিলর তানভীর আহম্মেদসহ এলাকাবাসী দুজনকে আটক করে পুলিশে দেন।
শনিবার (২২ অক্টোবর) গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃতরা ছিনতাই ও মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের কাছ থেকে চাপাতি ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে।