আলমগীর হোসেন সাগর গাজীপুর জেলা প্রতিনিধঃ
ইং ০৪/১১/২২ তারিখ জনাব মাহাতাব উদ্দিন,অফিসার ইনচার্জ, জয়দেবপুর থানা,গাজীপুর এর দিক নির্দেশনায় জয়দেবপুর থানার এসআই(নিঃ)খালেকুজ্জামান,এ.এস.আই/মোঃ মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্স সহ মাদকদ্রব্য বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করিয়া অবৈধ মাদকদ্রব্য ২৪ (চব্বিশ) বোতল ফেন্সিডিলের বিকল্প স্কাফ সিরাপ মাদক’সহ ১। মোঃ মানিক মিয়া (১৯)২। হাদিস মিয়া (২৪)’কে জয়দেবপুর থানাধীন বাঘেরবাজার সাকিনস্থ বাঘের বাজার স্কুল রোড হইতে আসামীদ্বয়কে গ্রেফতার করেন।
এ সংক্রান্তে এসআই (নিঃ)/খালেকুজ্জামান এর লিখিত এজাহারের ভিত্তিতে অত্র থানায় নিয়মিত মামলা রুজু হয়। আসামিদ্বয়’কে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।