গাজীপুর জেলা প্রতিনিধিঃ
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ,জনাব মাহাতাব উদ্দিন এর দিক নির্দেশনায় হোতাপাড়া ফাড়ির এসআই (নিঃ)/মোঃ রকিবুল ইসলাম এএসআই/মোঃ আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স সহ মাদকদ্রব্য বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় চোলাই মদ,মূল্য অনুমান-২০,০০০/- (বিশ হাজার) টাকা এবং ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ ১।জুলিয়া আক্তার(৩৩)পিতা-মহি উদ্দিন, স্বামী/স্ত্রী-মোঃ আঃ সালাম ,স্থায়ী: সাং-কাতলামারা থানা-জয়দেবপুর, জেলা -গাজীপুর২.বাবুল চন্দ্র শীল(৩৫), পিতা-মৃত নিপেন্দ্র ওরফে নিপেন স্থায়ী: সাং-কাতলামারা থানা- জয়দেবপুর,জেলা গাজীপুর’কে জয়দেবপুর থানাধীন কাতলামারা সাকিনস্থ পলাতক আসামী মোঃ আঃ সালাম এর বাড়ীর উঠানে বসত ঘরের দরজার সামনে হইতে গ্রেফতার করেন।এ সংক্রান্তে এসআই (নিঃ)/মোঃ রকিবুল ইসলাম এর লিখিত এজাহারের ভিত্তিতে অত্র থানায় নিয়মিত মামলা রুজু হয়। আসামিকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।