বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর জেলা ছাত্রলীগের ত্যাগী, পরিশ্রমী, বিপ্লবী সাধারণ সম্পাদক নাছিড় মোড়ল, এর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, গাজীপুর জেলা ছাত্রলীগ নেতা মোঃ শিহাব হোসাইন।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মোঃ শিহাব হোসাইন বলেন। একজন কর্মী বান্ধব ছাত্রলীগ নেতা, একজন আওয়ামী পরিবারে সন্তান। যার বাবা-মা আওয়ামী রাজনীতির জন্য তার সন্তান কে সেই ছোট থেকে উৎসাহ করেছেন। রাজনৈতিক জীবনে কোনো ময়লা নেই ক্লীন ইমেজের অধিকারী ভদ্র একজন কর্মী বান্ধব ছাত্রলীগনেতা। যার মেধা আর শ্রমে আজ গাজীপুর এর প্রত্যেকটি প্রতন্ত্য এলাকার ছাত্ররা যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে।
মোঃ শিহাব হোসাইন আরো বলেন। গাজীপুর জেলা ছাত্রলীগ এর আশা আকাঙ্গার, জেলা ছাত্রলীগ এর একটিই নাম একটিই ডাক নাছির মোড়ল, গাজীপুরের ছাত্র জনতার প্রচন্ড অংহকার যার হাতে জেলা ছাত্রলীগ নিরাপদ, ত্যাগী, পরিশ্রমী, পরিক্ষিত ও মেধাবি ছাত্রনেতা, তারুণ্যের অংহকার সততার প্রতীক সৎ, সাহসি, রাজপথের বীর পুরুষ, লড়াই সংগ্রামের অগ্রদূত। সকাল থেকে শুরু রাতের ঘুমের আগ পর্যন্ত সে রাজনীতিকে ভালোবেসে ছাত্রলীগ কর্মীদের বিপদে যাপিয়ে পরেন।একজন সুদর্শন, অমায়িক বক্তা ও ভালো গুনের অমায়িক ব্যবহার এর মানুষ। আমার রাজনৈতিক অভিভাবক, নিতি আদর্শবান, মানবতার ফেরিওয়ালা শ্রদ্ধেয় জনাব, নাছিড় মোড়ল ভাইয়ের জন্মদিনে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও শুভ জন্মদিন।