শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র ক্রাইম রিপোর্টার: গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব কাজী শফিকুল আলম বিপিএম, এর নির্দেশক্রমে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলওয়ার হোসেন, নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই/মোঃ রাকিবুল ইসলাম, এসআই (নিঃ)/ মোঃ মেহেদী হাসান, এএসআই(নিঃ)/মোঃ মোশারফ হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ, শ্রীপুর মডেল থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান করেন।
(২৮’শে জানুয়ারি ২০২৪) রবিবার রাত ১২.১৫ ঘটিকার সময় শ্রীপুর মডেল থানাধীন মাওনা ফ্লাইওভার এর নিচে অবস্থান কালে উপজেলার মাওনা ইউনিয়নের সলিংমোড় পাথারপাড়া সাকিনস্থ মাওনা টু ফুলবাড়ীয়াগামী পাকা রাস্তার দক্ষিন পাশে জনৈক এরশাদ মিয়ার ওয়ার্কশপ এর সামনে কতিপয় মাদক ব্যবসায়ী ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ ক্রয়-বিক্রয় করতেছে উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করেন, গ্রেফতারকৃত ধৃত আসামী।
১/সাইফ শাহরিয়ার অভি খান (২৮), পিতা- ইকবাল হোসেন, সাং-কেওয়া পশ্চিম খন্ড (আবদার মোড়), থানা-শ্রীপুর, জেলা- গাজীপুর
২/মোঃ রেজাউল করিম (২৬), পিতা-মোঃ ফজলুল হক, সাং-নারায়ন ডহর (পশ্চিমপাড়া), থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনা এ/পি সাং-কড়ইতলা নতুন বাজার (আবুল মোড়লের বাড়ীর ভাড়াটিয়া) থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর
৩/শহিদ মিয়া @ শহিদুল (২৫), পিতা- মোঃ আবুল কাশেম, সাং-বারমারি লক্ষ্মীপুর, থানা-দূর্গাপুর, জেলা-নেত্রকোনা
৪/আসাদুল ইসলাম রনি (২৬) পিতা- নজরুল ইসলাম, সাং-বারতোপা, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর
৫/মোঃ আশরাফুল (২৩), পিতা-মোঃ নয়ন, সাং-কেওয়া পশ্চিম খন্ড (চেয়ারম্যান বাড়ীর মোড়), সর্ব থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর
৬/লিমন মিয়া (২৩) (ড্রাইভার), পিতা-মোস্তাফা মস্তু, সাং-চরকালিবাড়ী (ওয়ার্ড নং-৩২, মিলগেইট বাজার), থানা-কোতয়ালী, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে একটি বালির ড্রাম ট্রাকের মধ্যে সর্বমোট ১২৫ (একশত পঁচিশ) বোতল ভারতীয় তৈরি বিভিন্ন ব্র্যান্ডের মদ, যার প্রতিটি বোতলের মূল্য অনুমান-৬০০০/- টাকা, সর্বমোট ৭,৫০,০০০/- (সাত লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
আসামীদের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।