শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার:- গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম (বিপিএম) এর সভাপতিত্বে অক্টোবর/২২ মাসের মাসিক প্রশাসনিক ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত (৭ নভেম্বর) সোমবার দুপুর ১২.০০ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাপতি সভায় গত সেপ্টেম্বর/২২ মাসের অপরাধ পর্যালোচনাপূর্বক গাজীপুর জেলায় অপরাধ প্রতিরোধ ও প্রতিকারের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভার প্রথমে পুলিশ সুপার অক্টোবর/২২ মাসের শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ফারজানা ইয়াছমিন, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল।
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে আকবর আলী খান, অফিসার ইনচার্জ কালিয়াকৈর থানা।
শ্রেষ্ঠ ইন্সপেক্টর হিসেবে মোঃ আবুল বাশার, ইন্সপেক্টর তদন্ত কালিয়াকৈর থানা, শ্রেষ্ঠ এসআই(নিঃ) হিসেবে এসআই(নিঃ)/মোঃ মামুনুর রশিদ, শ্রীপুর থানা। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই(নিঃ)/মোঃ নাহিদ হাসান খান কালিয়াকৈর থানা।
গোয়েন্দা শাখা(ডিবি) এর শ্রেষ্ঠ অফিসার এসআই(নিঃ)/মোঃ মিজানুর রহমান, জেলা গোয়েন্দা শাখা(ডিবি), এএসআই(নিঃ)/মোঃ আব্দুল মালেক।
শ্রীপুর থানা শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার টিএসআই/মোঃ শহিদুর রহমান।
ট্রাফিক শাখাসহ প্রত্যেক থানার শ্রেষ্ঠ অফিসারদেরকে ক্রেস্ট ও সনদ প্রদান করেন করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন মোঃ গোলাম রব্বানী শেখ পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোহাম্মাদ ছানোয়ার হোসেন পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার সুপার(ক্রাইম & অপস্); নাজমুস সাকিব খান অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), ডাঃ নন্দিতা মালাকার, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি), মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক), ফারজানা ইয়াছমিন, কালীগঞ্জ সার্কেল, জনাব সানজিদা আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, আজমীর হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেলসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ জেলা পুলিশের উর্ধ্বতন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।