সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরে ১৭ মাস বয়সী শিশুকে অপহরণের অভিযোগে শরিফুল আলম লিটন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা থেকে তাকে গ্রেফতার এবং তার দেওয়া তথ্য অপহৃত শিশুকেও উদ্ধার করা হয়। শুক্রবার দুপরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার (এসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার শরিফুল আলম লিটন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কোদালিয়া গ্রামের শফিউল আলম হক মেলেটারির ছেলে। সে গাজীপুর সদর থানাধীন উত্তর বিলাশপুর এলাকার সামাদের বাড়িতে ভাড়া থাকতো।
জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, রংপুরের হারাগাছ উপজেলার চালকুঠি গ্রামের বাসিন্দা আজিজুল ইসলাম ও রুলিয়া আক্তার দম্পতি। এ বছরের ১ জানুয়ারি তাদের একমাত্র সন্তান রুহানকে নিয়ে কাজের সন্ধানে গাজীপুর আসেন। তারা মহানগরের বিলাশপুরে সামাদের বাড়িতে ভাড়া বাসায় ওঠেন। সেখানে আজিজুল একটি পোশাক কারখানায় চাকরি নেন। সম্প্রতি তার স্ত্রীও স্থানীয় পোশাক কারখানায় চাকরি নেন। অপহরণকারী শরিফুল আলম লিটন একই বাড়ির পাশের ঘরের ভাড়াটিয়া। পাশাপাশি ঘর হওয়ায় শিশুর বাবা-মার সঙ্গে লিটন সম্পর্ক গড়ে তোলে এবং তাদের শিশুসন্তান রুহানকে দেখাশোনা করার প্রস্তাব দেয়। শিশুর বাবা-মা মাসিক তিন হাজার টাকা বেতনে ছেলেকে তার কাছে রেখে দেখাশোনা করার দায়িত্ব দেন।
পরে ১২ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় ছেলেকে শরিফুল আলম লিটনের কাছে রেখে স্বামী-স্ত্রী কর্মস্থলে চলে যান। কয়েকদিন পর শিশুর বাবা-মার মধ্যে মনোমালিন্য হলে তারা কেউই ছেলের খোঁজ নেননি। এক পর্যায়ে অপহরণকারী লিটন শিশুকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চর মাছুয়া গ্রামের আক্কাস আলী মোল্লার ছেলে জাহাঙ্গীর আলমের কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করে। জাহাঙ্গীর গাজীপুর মহানগরের উত্তর বিলাশপুর এলাকার দুলালের বাড়ির ভাড়াটিয়া। পরে শিশুর বাবা-মা ছেলের খোঁজ নেওয়ার চেষ্টা করে। তারা লিটনের সন্ধান না পেয়ে ২২ ফেব্রুয়ারি থানা পুলিশের সহযোগিতা চান। পুলিশ বৃহস্পতিবার রাজবাড়ীর
উপজেলার গোয়ালানন্দঘাঠ
পতিতাপল্লী এলাকা থেকে লিটনকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তিতে শিশুটিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরমানুয়া গ্রামের জাহাঙ্গীর আলমের হেফাজত থেকে উদ্ধার করে। অপহরণকারী শরিফুল আলম লিটনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।