রাজধানীর মিরপুর গাবতলী এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোঃ ওসমান মোল্লা নামের এক ড্রাইভার প্রতিপক্ষ মোঃ শাহরিয়ার মিঠুন ও মোঃ রুমি কর্তৃক হামলার শিকার হয়ে সাথে থাকা নগদ ২৭,৩০০ টাকা এবং OPPO মোবাইল সেট কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হামলার শিকার ওই ড্রাইভার গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ সোমবার সকালে এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মোঃ শাহরিয়ার মিঠুন’কে গ্রেফতার করেছে দারুসসালাম থানা পুলিশ। গত শনিবার (১৪ মে) রাতে রাজধানীর মিরপুর গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে গতকাল রোববার (১৫ মে) দারুসসালাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ ওসমান মোল্লা।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, বাদী মোঃ ওসমান মোল্লা (৪০) পিতা ইসহাক মোল্লা, সাং খাড়িকাইন, থানা, মুকসুদপুর জেলা গোপালগঞ্জ। এ/পি- বাসা নং ১৩২/সি লালকুঠি ৩য় কলোনি থানা দারুসসালাম, মিরপুর ঢাকা। বিবাদী-১ শাহরিয়ার মিঠুন (৩৮) পিতা মৃত সেলিম মিয়া, সাং পাঁচকানী, কাউন্দিয়া, সাভার, ঢাকা। বিবাদী-২ রুমি (৩৫), পিতা, অজ্ঞাত, সাং ২য় কলোনি, পুলিশ ফাঁড়ির পাশের বাসা, থানা দারুসসালাম, মিরপুর। বিবাদী-৩ মোঃ মেহেদী (৩৮), পিতা মকবুল হোসেন খান ঝুনু, সাং লালকুঠি, ৩য় কলোনি, দারুসসালাম মিরপুর। এদের বিরুদ্ধে দারুসসালাম থানায় অভিযোগ করেন মোঃ ওসমান মোল্লা। বাদী পেশায় একজন ড্রাইভার। ১ নং বিবাদী-১ তার মোবাইল নাম্বার থেকে বাদীর মোবাইল নাম্বারে ফোন করিয়া কথা আছে মর্মে ডাকিয়া নিয়ে গত ১৪/০৫/২২ তারিখে রাত আনুমানিক ১১ টায় দারুসসালাম থানাধীন গাবতলী বাসটার্মিনালের ভিতরে কফি শপের সামনে উপরোক্ত বিবাদীরা পূর্ব শত্রুতার জের ধরিয়া ১নং বিবাদী মোঃ শাহরিয়ার মিঠুন বাদীকে হেলমেট ও পরোটা ভাজার লোহার হাতা দ্বারা বাদীর মাথায় বাম পাশে আঘাত করিয়া রক্তাক্ত জখম করে। ২নং বিবাদী মোঃ রুমি (৩৫) বাদীর কাছে থাকা নগদ ২৭,৩০০ টাকা এবং OPPO মোবাইল সেট যাহার ব্যবহৃত সিম নং-০১৭১৪-৮৮২৮১২, যাহার আনুমানিক মূল্য ২৬০০০ টাকা চুরি করে নেয়। বাদীর ডাক চিৎকারে আশ পাশের লোকজন আগাইয়া আসলে উক্ত বিবাদীরা বাদীকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। বাদী আহত হইয়া স্থানীয় লোকজনের সহায়তায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
এবিষয়ে দারুসসালাম থানার এস আই রেজাউল করিম বলেন, এ ঘটনায় আমরা অভিযান চালিয়ে মোঃ শাহরিয়ার মিঠুন’কে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।