বাবলু-কালাম-বাদল পরিষদ কর্তৃক আয়োজিত আসন্ন ০৮ সেপ্টেম্বর নির্বাচন-২০২২ এর নির্বাচনী ইস্তেহার ঘোষনা এবং পরিষদের সকল প্রার্থীদের নাম ঘোষনা ও প্রার্থী পরিচয় অনুষ্ঠানটি সম্পন্ন হয় মিরপুর ১০ নং কমিউনিটি সেন্টারে।অনুষ্ঠানটি শুরু হয় সন্ধ্যা ৭ ঘটিকায়।প্রায় ১০০০ নেতাকর্মীর উপস্হিতিতে এই ইস্তেহার ঘোষনা করা হয়। বাবলু-কালাম-বাদল পরিষদের নির্বাচনী ইশতেহার ০১। গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্ত সাধারণ সদস্য/সদস্যাগণের মতামতের ভিত্তিতে গ্রহণ করা হইবে। ০২। শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার আলোকে সমিতির কার্যক্রম পরিচালনা করা হইবে। ০৩। সম্পত্তি ক্রয় করিলে, কার্যকরী পরিষদের সদস্য ও সাধারন সদস্য উভয়ের সমন্বয়ে সাব-কমিটি গঠন করা হইবে। ঐ কমিটি সকল কাজ সম্পন্ন করিবে। তবে সম্পত্তি পছন্দের ক্ষেত্রে সকল সদস্যের আর্থিক দিক বিবেচনা করিয়া সিদ্ধান্ত গ্রহণ করিবে। ০৪। সকল সদস্য/সদস্যাগণের আর্থিক দিক বিবেচনা করিয়া সবার মতামতের ভিত্তিতে চাঁদা, আমানত, প্রকল্প (সম্পত্তি ক্রয় করা হইলে) কিন্তুি নির্ধারন করা হইবে। ০৫। সমিতি কর্তৃক আয়োজিত সকল প্রকার অনুষ্ঠান (রাষ্ট্রীয়, ধর্মীয়, সামাজিক, বনভোজন, খেলাধুলা ইত্যাদি) সাধারন সদস্য ও কার্যকারী সদস্যের সমন্বয়ে গঠিত উপ-কমিটির কাছে ন্যাস্ত করা হইবে। ০৬। কার্যকারী কমিটির সভায় কোন প্রকার আপ্যায়ন বিল থাকিবে না। (পূর্বের সিদ্ধান্ত আছে, তাই বহাল থাকিবে) ০৭। সমিতির প্রতি মাসের আয়-ব্যায় হিসাব, মাস শেষে সমিতির নোটিশ বোর্ডে দেওয়া হইবে। যাহা সমিতির সকল সদস্য/সদস্যাগণ অফিস চলাকালিন সময়ে দেখিতে পারিবে। ০৮। সমিতির প্রতিদিনের টাকা পরের দিন ব্যাংকে জমা করিয়া কার্যকরী পরিষদের বারো জনের গ্রুপে জমা রশিদ এর ছবি প্রেরণ করিবে। শুক্রবার ও শনিবার বা অন্যান্য সরকারি ছুটির দিনের টাকা পরবর্তি খোলা দিন ব্যাংকে জমা করিবে। ০৯। সমিতির অফিসে সদস্য/সদস্যাগণের অভিযোগ ও পরামর্শের জন্য রেজিস্টার খাতা থাকিবে। যাহা কার্যকরী পরিষদের মাসিক সভায় আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হইবে। ১০। যদি কোন সদস্য/সদস্যা তাহার সদস্যপদ স্বেচ্ছায় প্রত্যাহার করে, সেক্ষেত্রে তাহার আমানত কৃত মূল টাকার সহিত সমিতি তৎকালীন বাজার মূল্য বিবেচনা করিয়া লভ্যাংশ প্রদান করা হইবে। ১১। যদি কোন সদস্য/সদস্যা সন্ত্রাসি, চাঁদাবাজি, ভ্যাট, ট্যাক্স, গার্মেন্টস এর বকেয়া টাকা উত্তোলন সহ অন্যান্য সমস্যার সম্মুখীন হয়, সেক্ষেত্রে কার্যকরী পরিষদ ও সাধারন সদস্য/সদস্যাগণের যৌথ উদ্দোগ্যে সমস্যা সমাধানের সর্বাত্মক চেষ্টা করা হইবে।