ক্রাইম রিপোর্টার মোঃ আলমগীর হোসেন: ২১ মার্চ রোজ বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চিতোষী-মুদাফ্ফরগঞ্জ পাকা সড়কের রঘুরামপুর কোম্পানীর ব্রীজের পূর্ব পাশে জনৈক আবু তাহেরের ওয়ার্কশপের সামনে হইতে ২জন গাড়ী চোর চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে একটি হলুদ রঙ্গের পিকআপ উদ্ধার করা হয়।
শাহরাস্তিতে আন্তঃজেলা গাড়ী চোর চক্রের সদস্যরা হলোঃ বাবলু মিয়া(২৪) আলমগীর হোসেন(২৭) ও আটককৃতদের বাড়ি লাকসাম এলাকার বেলঘর গ্রামের। পুলিশের হাতে আটক হয়। শাহরাস্তি থানা সূত্রে জানা যায়, মামলার বাদী
কুমিল্লা জেলার বরুড়া এলাকার আবুল খায়ের(৪৩)। বাদীর মালিকীয় হলুদ ও ব্লু রং এর একটি পিকআপ গাড়ী ফারুক হোসেন চালিয়ে থাকে। গত ২১ মার্চ ভোর অনুমান ৪টায় ড্রাইভার ফারুক হোসেন গাড়ীটি ঢাকা শাহবাগ থানাধীন বক্সিবাজার সিগনেলের সামনে রাখে সেহরী খাওয়ার জন্য হোটেলে যায়।
২১ মার্চ ভোর অনুমান ৪ টা ৫৫ মিনিটের সময়ে সেহরী খেয়ে ও ফজরের নামাজ আদায় করে এসে দেখে যে, গাড়িটি নাই। গাড়ির ড্রাইভার ফারুক হোসেন তাৎক্ষণিক বিষয়টি বাদীকে জানায়। গাড়িটি খোঁজাখুজি করার একপর্যায়ে সংবাদ পান যে, শাহরাস্তি থানা পুলিশ বাদীর গাড়িটি উদ্ধার করে।
উক্ত সংবাদের ভিত্তিতে বাদী সহ আরো লোকজন ২১ মার্চ দুপুর অনুমান দেড়টা শাহরাস্তি থানাধীন রায়শ্রী দক্ষিণ ইউপির অন্তর্গত চিতোষী-মুদাফ্ফরগঞ্জ পাকা সড়কের রঘুরামপুর কোম্পানীর ব্রীজের পূর্ব পাশে জনৈক আবু তাহেরের ওয়ার্কশপের সামনে দেখতে পায়।
পুলিশ গাড়ীটি সহ ২ জন আসামী মোঃ বাবলু মিয়া(২৪) আলমগীর হোসেন(২৭) ও মোঃ বাবলু মিয়া(২৪)কে আটক করে। বাদী তাহার গাড়ীটি সনাক্ত করে। বাদীর এজাহার দাখিলের প্রেক্ষিতে শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৯, তারিখ- ২২ মার্চ, ২০২৪ জি আর নং-৪১, ধারা- 379/411 The Penal Code, 1860
রুজু করা হয়। পরবর্তীতে আটক আসামীদ্বয়কে মামলার ঘটনার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।